অতঃপর কবিতা তুমি কার

অতঃপর কবিতা তুমি কার

আবারো সর্বাঙ্গে কবিতার শুনছি আর্তনাদ
তবে প্রশ্ন, স্বার্থপর তুমি কার ? এখন নাকি
হাটবাজারে স্বার্থ বিক্রি হচ্ছে আর ক্ষমতাও
নাকি লুটপাট করছে- অথচ লজ্জার বিবেক
বোধ তুমি কার ? ভেঙ্গেছে জলমাটি আকাশ;
আফসোস ন্যায় নিষ্ঠা সততা ‍তুমি ডুবে যাও-

কেনো না তোমার কাছে স্বার্থ আছে- আঘাত
ক্ষমতা আছে; তবুও নির্ভয়ে কবিতা চলবে
হাঁটবে এমন কি দৌড়াবে, সাঁতার কাটবে-
কবির সত্ত্বা জেগে উঠবে আবার কবিতা বুনাবে
সোনালি মাঠ জুড়ে-দূর আকাশে নিপাত যাক-
স্বার্থ ক্ষমতা- অতঃপর কবিতা তুমি কার?

০২ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৬ মে ১৯
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “অতঃপর কবিতা তুমি কার

  1. সোনালি মাঠ জুড়ে-দূর আকাশে নিপাত যাক সকল স্বার্থ ক্ষমতা। শুভেচ্ছা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এবারের কবিতা বুঝতে পেরেছি আপনার

    খুব সুন্দর হয়েছে

  3. কবিতা হোক সর্বজনীন কবি আলমগীর ভাই। :)

  4. দারুণ প্রিয় কবি লিটন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. অভিনন্দন জানালাম কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. শুভেচ্ছা কবি আলমগীর সরকার ভাই। 

  7. শুভেচ্ছা নিন কবি ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।