তোমার দূরত্ব আমার ভীষণ প্রিয়!
তোমার দূরত্বে,
আমার প্রতিটি ক্ষণকাল
রূপ নেয় মহাকালে।
সেই তোমাকেই দর্শিলে,
কয়েকশত মহাকাল
গুটিয়ে আসে,
হয়ে যায় ক্ষণিকের উল্কাপাতের সময়কাল।
তোমার অবহেলায়,
বয়ে চলা আমার ক্ষুদ্র জীবন
রূপ নিয়েছে লক্ষ বছরের
দীর্ঘ এক নদীপথে।
একজীবনে লক্ষবছর বয়ে চলার স্বাদ!
হোক সে তিক্ত!
মাঝে মাঝে তুমি তীরে এসো
আমি বয়ে যাব ….
লক্ষবছর, লক্ষবছর, লক্ষবছর,,,,,
পজেটিভ ধারণার একটি কবিতা উপহার।
শুভেচ্ছা এবং স্বাগতম মি. মোঃ বোরহান উল ইসলাম। নিয়মিত লিখুন। ধন্যবাদ।
আপনার স্বাগতম আমি খুশির সঙ্গেইই গ্রহণ করলাম।
উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ কবি। শুভ সকাল।
সুন্দর
ধন্যবাদ।
কবিতায় শুভেচ্ছা জানালাম ভাই। শব্দনীড়ে আপনাকে স্বাগতম জানাই।
আপনার শুভেচ্ছা ও স্বাগতম আমি আন্তরিকভাবে গ্রহণ করলাম।ধন্যবাদ আপনাকে।
তোমার দূরত্ব আমার ভীষণ প্রিয়! কাছের অনুভূতি লিখবেন নিশ্চয়ই। ভালোবাসা।
অনেক ধন্যবাদ ভাই।অবশ্যই চেষ্টা করব।
চমৎকার লিখেছেন কবি দা। আপনার জন্য শুভকামনা। স্বাগতম।
আপনার কবি দা ডাক শুনে আঁতকে উঠেছি।তবে শুভকামনা ও স্বাগতম আনন্দভরে গ্রহণ করলাম। ভাল থাকবেন দিদিভাই।
কবিতাটি পড়লাম ভাই। স্বাগতম জানাবো তখন, যখন দেখবো নিয়মিত লিখছেন।
জেনে সুখী হলাম।অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভেচ্ছা জানবেন কবি। স্বাগতম।
কবি ডাক শুনে কিঞ্চিৎ বিব্রত।তবে শুভেচ্ছা টা আনন্দভরে গ্রহন করলাম।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।