কানপাড়ায় ছুটাছুটি

=============================
একি- কথা বলার ঠোঁট আছে, অনেক দেখি-
কিন্ত বাস্তবতার মুখে, কাজ করার হাত নেই-
বুক পাঁজর আছে- অথচ মনে সাহজ নেই;
তবুও বকের দল বিলের পারে বসে ক্ষুধার্ত বলে;

তারপর রঙধনু রোমাঞ্চকর আর সন্ধ্যাবেলা
জোনাকির পিছনহাটা কোন কাজের সন্ধান-
হাত কাঠুর চেয়ে শুধু কথার ঠোঁট বেশি, তাই না
অতঃপর এতো কেন বাস্তবতার কানপাড়ায় ছুটাছুটি।

১৩ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৭ মে ১৯
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “কানপাড়ায় ছুটাছুটি

  1. অন্য কারু সাথে মেলে না এমন কবিতাই আপনার হাতে আসে কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি প্রিয় কবি সৌমিত্র দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

  2. অভিনন্দন কবি আলমগীর সরকার ভাই।

    1. জ্বি প্রিয় কবি সুমন দা আপনাকেউ
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

    1. জ্বি প্রিয় কবি রিয়া দিদি
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

  3. রঙধনু রোমাঞ্চের সন্ধ্যাবেলায় … জোনাকির পিছনহাঁটা কাজের সন্ধান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

  4. স্বাগত শুভেচ্ছা কবি আলমগীর ভাই। 

    1. জ্বি প্রিয় কবি তুবা আপু আপনাকেউ

      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।