রাত নেমেছে আজ আবার,
হাজার বছরের নিষিদ্ধ
পূর্ণিমার রাত।
কুয়াশায় মাখা, রক্তে ভেজা
অপার্থিব আলোয় ভেসে যাওয়া
এক দুঃস্বপ্নের রাত।
ঘুম গুলো সব
পড়েছে ঘুমিয়ে,
নিঃশ্চুপ এই আলো আঁধারিতে।
আকাশ ভরা রূপালী আলোগুলো
একা একা থাকে জেগে, তাই
অপেক্ষায়, ফিরে আসার
হারিয়ে যাওয়া সুসময়ের।
রাত নেমেছে আবার আজ,
শূণ্যতা গুলোকে
আরও শূণ্য করে,
হাজার বছরের আরও এক
মৃত স্বপ্নের রাত।
সুন্দর কবিতা কবি রোমেল ভাই।
চমৎকার কবিতা।
দুঃস্বপ্নের রাত চমৎকার হাইলাইটেড হয়েছে কবি মি. রোমেল আজিজ।
ভাল কবিতা প্রিয় কবি দা। আপনার জন্য শুভকামনা।
শুভেচ্ছা কবি ভাই।