জল কায়া অগ্নিসহ

======================
ইতির হিংসাত্মক ঘৃনার অবক্ষয়
ঐ চাঁদ কে দেখে ভীষণ বুঝা যায়-
ধূসর মৃত্তিকার মৃন্ময় শুধু বিষন্ন;
একটা নিঘুম রাত যে ভাবনাময়।

তবুও আলেয়া ইতি ঝরা পাতা নয়
অথচ হিংসারা পরাজয় মানে না-
অতঃপর ঘুর্ণিঝড় বায়ু বর্তমান ছবি হয়
ভবিষ্যৎ মেঘ শুকনো জল কায়া অগ্নিসহ।

২৯ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ১৯
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

14 thoughts on “জল কায়া অগ্নিসহ

    1. জ্বি প্রিয় কবি আলমগীর দা
      সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

  1. কঠিন লাগলো কবিতা। আরও সহজ কিছু চাই কবি আলমগীর ভাই। :)

    1. জ্বি প্রিয় কবি সুমন দা অবশ্যই
      সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

  2. হ্যাঁ আমি বলতে চাই কবি আলমগীর ভাই। আরও সহজ কবিতা চাই। 

    1. জ্বি প্রিয় কবি সাজিয়া আপু অবশ্যই
      সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

  3. ইতির হিংসাত্মক ঘৃণার অবক্ষয়ে ঐ চাঁদ কে দেখে ভীষণ বুঝা যায়। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

    1. জ্বি প্রিয় কবি রিয়া দিদি আপনাকেউ
      সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

  4. ভালোবাসা কবি আলমগীর লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি প্রিয় কবি সৌমিত্র দা 
      সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

  5. মনোমুগ্ধকর একটি কবিতে পড়লাম। শ্রদ্ধেয় কবি দাদাকে শুভেচ্ছা। 

    1. জ্বি প্রিয় কবি বাবু দা 
      সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।