ভালবাসা

-=====================
সুখ নিতে চাইনি ভালবাসা
কিছু সৃষ্টি করতে চাইয়ে ছিলাম
সৃষ্টি হয়েছে রাত ভোর জেগে
কবিতার ভাবনাময় উচ্ছ্বাস;

দুংখ কে জয় করতে ভালবাসার
প্রয়োজন- বাসতে দাও ভাল-
তবেই সৃষ্টির উল্লাস এই জগৎময়
সংসার- সমস্ত ক্লান্তির অবসন

পূর্ণিমার চাঁদ নাও আর জলমেঘ
এখানেই থাক ভালবাসার অবসাদ।

০৪ আষাঢ় ১৪২৬, ১৮ জুন ১৯
—————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ভালবাসা

  1. পূর্ণিমার চাঁদ নাও আর জলমেঘ, এখানেই থাক ভালবাসার অবসাদ। সেটাই ভালো। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দুঃখকে জয় করতে ভালবাসার প্রয়োজন। ভালোবাসা ভালোবাসা কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আজকের কবিতাটি বেশ সহজ এবং সুন্দর হয়েছে কবি আলমগীর ভাই। বানান ভুল আছে। দেখুন। আশা করবো টাইপিং অস্থিরতা কমিয়ে ফেলবেন। :)

  4. ভালোবাসা অক্ষয় থাকুক কবি আলমগীর। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।