-=====================
সুখ নিতে চাইনি ভালবাসা
কিছু সৃষ্টি করতে চাইয়ে ছিলাম
সৃষ্টি হয়েছে রাত ভোর জেগে
কবিতার ভাবনাময় উচ্ছ্বাস;
দুংখ কে জয় করতে ভালবাসার
প্রয়োজন- বাসতে দাও ভাল-
তবেই সৃষ্টির উল্লাস এই জগৎময়
সংসার- সমস্ত ক্লান্তির অবসন
পূর্ণিমার চাঁদ নাও আর জলমেঘ
এখানেই থাক ভালবাসার অবসাদ।
০৪ আষাঢ় ১৪২৬, ১৮ জুন ১৯
—————————————-
পূর্ণিমার চাঁদ নাও আর জলমেঘ, এখানেই থাক ভালবাসার অবসাদ। সেটাই ভালো। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
দুঃখকে জয় করতে ভালবাসার প্রয়োজন। ভালোবাসা ভালোবাসা কবি লিটন ভাই।
আজকের কবিতাটি বেশ সহজ এবং সুন্দর হয়েছে কবি আলমগীর ভাই। বানান ভুল আছে। দেখুন। আশা করবো টাইপিং অস্থিরতা কমিয়ে ফেলবেন।
ভালোবাসা অক্ষয় থাকুক কবি আলমগীর।
অভিনন্দন প্রিয় কবি বাবু।
শুভেচ্ছা কবি আলমগীর ভাই।