কেউটে সাপের, ঢোড়া সাপ ভীতি

কেউটে সাপ বলছে,

“ঢোড়া সাপ এই অঞ্চলের জন্য ভয়ংকর হুমকি স্বরূপ। এদের এলাকা ছাড়া করতে না পারলে সব কিছুই ধ্বংস করে ফেলবে। ঢোড়া সাপের বিষ যে কত সাংঘাতিক, সেটা আমাদের মত সাপ জাতের চেয়ে ভালো কে বুঝবে?

মনে নাই ইতিহাসের সেই সত্য ঘটনাটা? এক দেশে ছিল এক রাজা। সেই দেশের শতকোটি মানুষ কে ছোবল দিয়ে একরাতে মেরে ফেললো ঢোড়া সাপ? এরা গরীর চাষির ঘরে ঢুকে হাঁস-মুরুগীর ডিম খেয়ে ফেলে, পুকুরের মাছ খেয়ে ফেলে। মানুষ কে বিষাক্ত ছোবল দিয়ে মেরে ফেলে।

এখানে ঢোড়া সাপে গিজগিজ করছে। সবখানে ওৎ পেতে আছে অসংখ্য ঢোড়া সাপ। আমরা এই এলাকায় কোন ঢোড়া সাপকেই থাকতে দিবো না। এই অঞ্চলের কল্যাণই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের অন্য কোন স্বার্থ নাই। যে কেউটে শিরোমণি কালনাগিনীর বিরোধিতা করবে, তাকেই ছোবল দিয়ে শেষ করে দেয়া হবে।”

সৃষ্টির আদিকাল থেকেই কেউটে সাপরা এই বলে প্রত্যেকটি এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আসছে। তবে সব সময়ই খুব অল্প প্রবীণ বাসিন্দারা কৌশলটা ধরতে পারে। তবে তাদের এই উপলব্ধি বাস্তবতার উপর কোনই প্রভাব ফেলেনা।

10 thoughts on “কেউটে সাপের, ঢোড়া সাপ ভীতি

  1. সত্য বলেছেন যাযাবর সাজ্জাদ। গুড এনালাইসিস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ কৃতজ্ঞতা মুরুব্বি, আজ সারাদিন অনেক ব্যাস্ত ছিলাম। রিপ্লাই দিতেই পারিনি। :( 

  2. বেশ বোধময় অনেক শুভেচ্ছা নিবেন

    1. অনেক ধন্যবাদ আলমগীর সাহেব :)

  3. পড়লাম যাযাবর ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অসংখ্য ধন্যবাদ সুমন ভাই <3

  4. বিবেকের কথা ভাল ব্যবচ্ছেদ করেছেন।

    1. অনেক ধন্যবাদ দিদি, অনুপ্রেরণা পেলাম

মন্তব্য প্রধান বন্ধ আছে।