========================
এখনো সভ্যতা একই নিয়ম মানছে
খুনের বদলা খুন করচ্ছে!
এই তো জ্বলানময় আগুন জ্বলছে
অথচ ভেবে দেখি না
কুত্তার চেয়ে কম কিসের
শিয়াল, শকুন, হায়নার চেয়ে
হিংস্রো বিশের;
বিবেক, বৃদ্ধি- জ্ঞান গেলো কোথা-
সবই যেনো ক্রোধ নেশায় ছুটচ্ছে
এ দিখে- সে দিখে; ভাবনার বোধটা কোথায়?
সত্যই দিনে দিনে অন্যরকম পশু হয়ে যাচ্ছি-
আর কতদিন বেঁচে থাকার জন্য-
বলো প্রভু কেনো খুনের বদলা খুন?
অনুতাপের রক্তময় পাপ ভেসে যায় গঙ্গায়-
গেলে কি হবে পরিপূর্ণ না- না-
খুনের পরিসমাপ্তি- নয় ভালবাসার রক্তিম
শুধু খুন আর খুন।
২১ ফাল্গুণ ১৪২৬, ০৫ মার্চ ২০
—————————–
এটা সত্য যে, চলমান এই আমাদের সভ্যতা এখনও সেই একই নিয়ম যেন মেনে চলছে … খুনের বদলা খুন! সর্বান্তকরণেঃ আমরা সব সময় চাই; খুন নয়; পরিসমাপ্তিতে থাক ভালবাসার রক্তিম আভা। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। শুভ হোক দিন।
জ্বি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
বর্তমান সময়ের যা অহরহ ঘটে তা নিয়ে খুব ভালো লিখেছেন, শ্রদ্ধেয় কবি দাদা।
শুভকামনা থাকলো।
জ্বি নিতাই দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——