বঙ্গবন্ধু স্মরণে

কে তুমি বার বার বল যেন লিখি
বাংলার ঐ রক্ত ইতিহাস;
কাঁপে হাত সজল হয় দু’টি আঁখি
হই নির্বাক থেমে যায় শ্বাস।

৭ই মার্চে দিলেন বজ্র ডাক যিনি
উদ্বুদ্ধ হলো সারা দেশ;
হৃদে সব, জ্বলে উঠে বারুদ অগ্নি
হায়েনা পুড়ে হয় শেষ।

যেন তোমার যাদু মন্ত্রে হৃদয় ভরি
সবাই ছুটে গেল মাঠে;
মুক্ত করে দেশ রক্তক্ষয়ী যুদ্ধ করি
মৃত্যু পরোয়া করেনি মোটে।

তুমিই তো বাংলার, জাতির জনক
মোরা পুত্রসম বিশ্বাসভাজন;
অতুর্কিতে তবু পিশাচ পিতৃঘাতক
করে নিধন বাংলার রতন।

এমন ঘোর পাপে কি যে অভিশাপ
আমরা পাবো নিরবধি;
ফুটতো হাসি মুছে যেত কালিছাপ
তুমি ফিরে আসতে যদি।

8 thoughts on “বঙ্গবন্ধু স্মরণে

  1. কে তুমি বার বার বল যেন লিখি
    বাংলার ঐ রক্ত ইতিহাস;
    কাঁপে হাত সজল হয় দু’টি আঁখি
    হই নির্বাক থেমে যায় শ্বাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ১৯৭১ সালের ৭ই মার্চ এবং মার্চ থেকে ডিসেম্বর তথা স্বাধীনতা পর্যন্ত অনেক স্মৃতি আমার মনের মনিকোঠায় ছবি হয়ে আছে। এ নিয়ে বিস্তারিত লিখলে তা একটা দলিলে রূপ নিবে। কিন্তু সময় আর সুযোগের অভাবে পারছি না। তবুও চেষ্টায় আছি। 

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয়।                   

মন্তব্য প্রধান বন্ধ আছে।