সময়

জীবন এখন যুদ্ধকৃত মৃত্যুর মাঠ
কোন অস্ত্র নেই দীর্ঘশ্বাসের ঘাট;
দীর্ঘশ্বাসের উপর নাম প্রভু দোয়াময়!
দোয়া করো- দোয়া করো- এ সময়।

আর কিছু ক্ষণ বাচ্চি তোমার নামে
এ মৃত্যুর যুদ্ধ চাই না আর যেখানে
অনাকাঙ্খিত ভুতদের বসবাস-
যাহা ছুঁইতে পারে কিছু আতঙ্কিত দোষে,

দেখতে চাই না আর মৃত্যু কোন ফাল্গুনে-
তবুও এ যুদ্ধ থামিয়ে দাও প্রভু।
আমাদের কোন অস্ত্র নেই তোমার নাম ধরে
ডাকা ছাড়া আর কোন অস্ত্র নেই দোয়া করো প্রভু এ সময়।

০৯ আষাঢ় ১৪২৬, ২৩ জুন ২০
—————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “সময়

    1. জ্বি মহী দা

      অশেষ ধন্যবাদ জানাই কবি দা

      ভাল ও সুস্থ থাকবেন——– 

  1. আমাদের কোন অস্ত্র নেই তোমার নাম ধরে
    ডাকা ছাড়া আর কোন অস্ত্র নেই দোয়া করো প্রভু এ সময়।

    আমীন।

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই কবি দা

      ভাল ও সুস্থ থাকবেন——– 

    1. অশেষ ধন্যবাদ জানাই কবি দা

      ভাল ও সুস্থ থাকবেন——– 

মন্তব্য প্রধান বন্ধ আছে।