কখনো থামে না জীবন

করোনার এই দুঃসময়ে
নানামুখী সংকটে মানুষ;
ভাটা সবার আয় ব্যয়ে
দিন মজুরের নেই হুশ।

শুধু নয়, শহর ও বন্দর
কাবু গ্রামীণ অর্থ নীতি;
সবার চোখে মুখে যেন
চাপা আতঙ্ক ভয়ভীতি।

গ্রাম এমনিতেই নির্জন
সবুজ প্রকৃতির ছোঁয়ায়;
এ নির্জনতা যেন এখন
আরও মূর্ত, করোনায়।

তবু জীবিকার সন্ধানেই
মানুষের চলছে ছুটাছুটি;
কখনো থামে না জীবন
খুঁজেই নেয় তার পথটি।

June 28, 2020

6 thoughts on “কখনো থামে না জীবন

  1. মহান আল্লাহ রক্ষা করুণ আমিন

    1. অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন এই কামনা।

  2. জীবিকার সন্ধানে মানুষের চলছে ছুটাছুটি। আমাদের ছোটাছুটি। বড় বিবর্ণ এই সময়। 

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন এই কামনা।

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।