পাথর হতে দোষ নাই

খুব ভাবলাম, পাথর হলে কেমন হয়
না কি মাটি হবো- মাটি হলে তো
অনেক ঘাসফুলের গন্ধ পাবো;
পাথর সেতো রক্তক্ষণ ঝরায় তাই না;
কিন্তু পাথর না হয়ে উপায় কি বলো?

অথচ মাটির ঘাসফুল শুকে যাবে
তার চেয়ে চলো পাথর হই! হাসছো
মাটির ঘ্রাণ নিতে নিতে এক প্রকার
বদাভ্যাসের পরিণত হয়েছি;
ভাল মন্দ বোঝার ঘ্রাণ হারিয়ে ফেলেছি।

তার চেয়ে ভাল এখনি পাথর হই- ঢিল
ছুড়তে খুব মজা পাবে- তাহলে পাথর হই!
ভাবো না আবার উঠানে পরে থাকব
যেখানে থাকার কথা ঠিক সেখানেই থাকবে-
ভেবেছো তো পাথর হতে দোষ নাই।

০৭ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “পাথর হতে দোষ নাই

  1. আজকের কবিতাকে আমার কাছে একটি বেশী মানের অর্থবহ মনে হয়েছে।
    অভিনন্দন বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা

      তাই অনেক অনুপ্রাণিত

      ভাল ও সুস্থ থাকবেন

  2.  স্বচ্ছ কলমের ছোঁয়া পারে সমাজ বদলে দিতে । 

    1. জ্বি মহী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন

  3. পাথর হলে কেমন হয়
    না কি মাটি হবো- মাটি হলে তো
    অনেক ঘাসফুলের গন্ধ পাবো;
    পাথর সেতো রক্তক্ষণ ঝরায় তাই না;
    কিন্তু পাথর না হয়ে উপায় কি বলো?
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    মুগ্ধ হলাম কবি। 
    শুভ সন্ধ্যা   https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif
        ভালবাসা সব সময়…

     

    1. জ্বি প্রিয় কবি দাউদুল দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন

  4. আমিই তো এক জীবন্ত পাথর দাদা। এর চেয়ে আর সত্য কী? আপনার কবিতা পড়ে বারাবরেরমত  এবারও মুগ্ধ হলাম। শুভকামনা থাকল।।     

    1. জ্বি নিতাই দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।