কলমের রোমান্টিক

================
কলম ছুটছে দুরন্ত বেগে-
ভাবনার নিশানে কি আছে?
বুঝা বড় দায়! তবুও কালি
ফুরাচ্ছে না বরং নতুন প্রজাপতির রঙ
ছড়াচ্ছে- ঐ দৃষ্টির সীমান্তে;

তোমার পদ্মফুলের ঘ্রাণ পাই
ভাষা হারায়- স্বপ্ন বুননায় অথচ
কলম কিছুতেই ঘুমাতে চাই না
জলের ঢেউ দেখি আরও অবাক হই
ভেসে যায় পদ্মফুলের আঙ্গিনায়

কি করতে চাও বুঝো না প্রেম স্বাদ
করেছো তাই বড়বাদ- আজ ভয়
শুধু কালি এই বুঝি ছুঁয়া লাগে গায়
ছুড়ে ফেল সমস্ত দ্রোহ কাছে ডাক আজ
দেখে নিও কলমের রোমান্টিক।

১১ শ্রাবণ ১৪২৬, ২৬ জুলাই ২০
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কলমের রোমান্টিক

  1. ছুড়ে ফেল সমস্ত দ্রোহ; কাছে ডাক আজ
    দেখে নিও কলমের রোমান্টিক। ___
    সার্থক কবিতা কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা

      এই আর কি চেষ্টা করেছি 

      ভাল ও সুস্থ থাকবেন-

    1. জ্বি মহী দা

      অসংখ্যা ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।