যতদিন জীবিত থাকে নেলপালিশের শিশি
লিপস্টিকে লেগে থাকে রং…
ততদিন, ঠিক ততদিন
কুচোমাছ খালেবিলে বঁড়শি প্রত্যয়
ডানা মেলে কিচমিচ বসন্তবৌড়ি
নির্ভার ভেসে যায় উড়ুক্কু সাপ
খেজুর গাছের নীচে অলস দুপুর
মেগাসিরিয়ালে বনেদী এয়ারপোর্টের পাশে
লাল চাল মুঠো ভাত আটপৌরে গ্রাম।
তারপর একদিন, একদিন…
টান মেরে ভেঙে যায় গুছানো গেরস্থালী
ছড়িয়ে ছিটিয়ে যায় উলঙ্গ প্রতারণা জঞ্জাল
ভাদ্র গুমোট ঘিরে ধরে কবিতার মুখ;
কবিতারা শেষ হলে বর্ষাও বাড়ী ফিরে যায়।
3 thoughts on “নিজকিয়া ৩৪”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যাপিত জীবনের কথা গুলো যেন আমাদের নিত্য সহচরী। শুভেচ্ছা রইলো কবি।
কবি দা উপমাগুলো চমৎকার———–
করোনা হলে সবাই মরে না অতএব বাঁচার চেষ্টা করবো