অনন্য সুন্দর গাঁ

তুমি এমনি তেই প্রকৃতির মতো সুন্দর
চাঁদ উকি দিতো তারা ঝিলমিল করতো;
অথচ কোনদিন মেহেদী আলতা ঠোঁট
দেখা হয়নি, সাঁতার কাটা বিলটা এখন
শুকনো শ্মশান- মনে মনে খুব চঞ্চল ছিল।

যখন চরমারতে চায়লে মুচকি হাসি ছিল রঙিন;
সরিষা ফুলকেউ হার মানায়- শিশির সিক্ত শুকে যায়-
শুধু এক প্রণয় ভেজা রোদ্দুর! তবুও সুন্দর যেনো
এক মিষ্টি সকালের ছোঁয়া -অম্লান করে গেলো।

নিত্য ক্ষণের অমাবস্যার চাঁদ আর খুঁজে পাই না
তারপরও চোখ ছল ছল বলার অবকাশ থাকে না
ভাল লাগার জায়গা জুড়ে কত আনন্দমাখা ছিল-
অতঃপর আজও হার মানায় সেই অনন্য সুন্দর গাঁ।

১৪ শ্রাবণ ১৪২৬, ২৯ জুলাই ২০
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “অনন্য সুন্দর গাঁ

  1. ধুয়ে মুছে দাও সব অতৃপ্ত হাহাকার হে প্রেয়সী হে প্রেমিক পুরুষ। 

    1. হু ঠিক কইছেন প্রেম ছাড়া কি চলে

      ভাল ও সুস্থ থাকবেন——

  2. নির্মল এক প্রকৃতির কবিতা। অভিনন্দন বাউল কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা 

      অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইল

      ভাল ও সুস্থ থাকবেন——-

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।