মনোরথ

এই অধুনাতন ক্ষিতিতে আমি সংহারক হতে চাই না
আমি হর্যকের মত ইনকিলাব করবো শুধু তোমার অন্তরে একটু স্থান পেতে।
রত্নাকরের যেমন শুক্তিতে লুকিয়ে থাকে মুক্তা
আমি তেমন তোমায় ধারণ করি।

তোমার মনোরথের বিরুদ্ধে ইনকিলাব গড়বো
তোমার ঈক্ষাতে ভালবাসার কোপল মহোর্মি তুলবো
আমি তোমার কুলোষিত নিতি ভষ্ম করবো
আমি তোমার ওকির জাঙ্গল ভাঙবো
আমি প্রেম বাত্যায় তোমার বুকে থই থই খুঁজবো।

আমি কোনো ওজর শুনবো না
আমি কালকন্ঠ হতে চাই না
আমি তোমার আসক্তিতে ভাবীকাল ময়ূখ করতে চাই।

হ্যাঁ! আমি অতিপ্রবল, আমি ছার
হতে পারি তোমার ঠাহরে।
তবে একবার তোমার তেষ্টার জল করো
আমি তোমার কাতোয়ান হয়ে রইবো আমরণ।

এই আমার আবেগ নয়
আমার বাস্তবতা, আমার ঐকান্তিক প্রতীতি।

১৪ঃ৩০
২৭/০৬/১৯ইং

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

4 thoughts on “মনোরথ

  1. আমি তোমার ওকির জাঙ্গল ভাঙবো
    আমি প্রেম বাত্যায় তোমার বুকে থই থই খুঁজবো

    চমৎকার কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।