যমুনার জল বেশী

==================
যমুনার তোর জল বেশী
ঢেউয়ে ভাঙ্গে স্বর্ণালি বাঁশি
আমার রূপালি বাঁশি-
হাজার ক্ষণে ভাসা ভাসা স্মৃতি
আমার নদে নাই রে সখী-
কেমন করে সাঁতার কাটি।

মেঘের কায়া রৌদ্র বৃষ্টি
নির্বিঘ্নে হেসে খেলে যায়-
আমি চাইলেও কেন যে পারি না
কোন দিকে বায়; কার জলে আঁকো
আমার আকাশে আঁধার ছবি।

কারো ইচ্ছায় এপার ওপার হবে দামি
যমুনা তোর আধীনে ভেঙ্গে চূড়ে না হই নামি!
বালুচরে পেলাম ঘর না হলো পলিমাটি-
জেনে রাখিস সুবাস চন্দ্র চির খাঁটি;
তুই কেনো বয়ে চললি দক্ষিণা অবধি।

২৪ শ্রাবণ ১৪২৬, ০৮ আগস্ট ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “যমুনার জল বেশী

  1. প্রচ্ছদের ছবিটি আমার ভীষণ প্রিয় একটি জায়গা। কবিতাও সুন্দর হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী আমারও

      কিন্তু কিছু কষ্ট লুকে রাখি

      অনেক দিন হলো স্পর্শ করে না যমুনার জল——-

  2. “কারো ইচ্ছায় এপার ওপার হবে দামি
    যমুনা তোর আধীনে ভেঙ্গে চূড়ে না হই নামি!”

     

    ভালো লাগলো……..

    1. জ্বি কবি শাওন দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——-

  3. অনুপম , আমার অন্যরকম একটা  ভালো লাগলো l 

    1. জ্বি মহী দা 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।