শাশ্বত সুন্দরের মৃত্যু

কত কিছুই জানা হয় না, জানা যায় না।
কেন প্রতিদিনের সেই একি জানালায় ঝুলে থাকে
ভাঁজ করা চিবুক।
কেন, এক জন যুবক
অন্ধকার হাতড়ে হাতড়ে তুলে আনে নিত্যনতুন অসুখ!
কেন বিদীর্ণ ভাস্কর্যের চেয়ে ঢের ম্লান হয় মানুষের মুখ ।
কতটা নৃশংসতায় ক্ষান্ত হয় নপুংসক হায়েনা
জানা যায় না- তুষের অভ্যন্তরে কতটা উত্তাপ
প্রগতির শৃঙ্খল ভেঙ্গে সৃষ্টি হয় দীর্ঘশ্বাসের ঘূর্ণি চাপ।

জানো কি?
কতটা দহন হলে একটা জীবন আকুতি করে মৃত্যু কামনায়!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “শাশ্বত সুন্দরের মৃত্যু

  1. 'জানা যায় না- তুষের অভ্যন্তরে কতটা উত্তাপ
    প্রগতির শৃঙ্খল ভেঙ্গে সৃষ্টি হয় দীর্ঘশ্বাসের ঘূর্ণি চাপ।
    কতটা দহন হলে একটা জীবন আকুতি করে মৃত্যু কামনায়!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ভাবনার গভীরতা অনেক বেশি……..

  3.  অত্যন্ত চমৎকার ভাবে সাজানো  লেখাটি । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।