===================
মাথার উপর বটছায়া স্নেহ মায়া
রোদের উত্তাপে পুড়ে না দেহ;
সমস্ত আবেগ আনন্দ একাকার
হয়েছে পিছনে একটাই কায়া
বাবা ! তার রূপালি মাঠ সোনালি
ফসল যেনো নবান্নের মৌ মৌ ঘ্রাণ
আকুল করে তুলে বাবা! অথচ
কষ্টপুয়াতি ঘাম ঝরাতে দিতেন না
সমস্ত স্বার্থ বিকেদিয়ে বড় করা আমাকে
আজ খুব হয়েছি, স্বার্থসিদ্ধি ছেলে
স্বপ্ন আশাকে জলাজলি করে আজ
দেবডাঙ্গার বালুচর জাগা উপবাস
ক্ষমার অশ্রুজল বার বার উপেক্ষা করা
করবে তো ! মূল্য কথায় দিলি বল
তবুও গায়ের চামড়ার জুতা বানালেও
সুদ হবে না ঋণ অতঃপর মনোবৃত্তি করেছে
ক্ষমা! এতো বাবা- এতো বাবা।
১০ ভাদ্র ১৪২৬, ২৫আগস্ট ২০
————————————
দুই অক্ষরের ভরসার নামই হচ্ছে বাবা। সব স্মৃতি এবং সবাইকে নিয়ে ভালো থাকুন কবি।
জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
অসাধারণ , দারুণ প্রকাশ ।
জ্বি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
পৃথিবীর সব বাবাদের সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। ভালো থাকুক পৃথিবীর সব বাবা। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
জ্বি নিতাই দা অশেষ ধন্যবাদ জানাই
পৃথিবীর সব বাবারাই ভালো থাকুক।