===================
রাতের বিষণ্নতা- দিনের কাছে সুখ,
রোদ হেঁটে যায় আঁধার কাছে খুব;
কাছের চাঁদ দূরের আকাশ সাদা বুক-
নীল মেঘ উড়ে মন শঙ্খচিলে বেশ।
স্নিগ্ধ সময় মধ্যদুপুর অন্ধকার ঢেউ চুপ
শূন্যেই হাঁট জনসমুদ্রুর এতো পিছু পিছু
আনন্দ হাসি ভিতরে খুশি নেই- অসুখ
তবুও রাত আসে দিন চলে-কারবালা-
শোকাহত এই সোনালি বাংলায় প্রাণ-
অতঃপর আমি আহত আমি কারবালা
প্রান্তর দেখি!বার বার ফিরে আসা আমার
শোকগাঁথা অশ্রু নয়ন- তুমি কারবালা।
১৬ ভাদ্র ১৪২৬, ৩১ আগস্ট ২০
—————————–
নান্দনিক লেখনী ।
জ্বি প্রিয় কবি মহী দা
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
অসাধারণ।
জ্বি প্রিয় কবি সৌখিন দা
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
'কারবালার প্রান্তর দেখি!বার বার ফিরে আসা আমার
শোকগাঁথা অশ্রু নয়ন- তুমি কারবালা। '
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
আজ সারাবিশ্বের মুসলমান ধর্মাবম্বীদের মাঝে করবার শোক। সেই শোকে, আমিও শোকাহত।
শুভকামনা থাকলো।
জ্বি প্রিয় কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-