যাকে মেঘ ভেবে স্যালুট করেছ আসলে সেটা যে তিতিরপালক
বুঝতে বুঝতে নবীন বালক নদীর দুপাশে দু আধখানায় পাক দিয়ে ওড়ে,
দু পাশে দুই চিত্রপটুয়া গভীর আবেশে চিতা এঁকে যায় সন্তর্পনে
একান্ত মনে সাদা নীল ধোঁয়া সেলাই করে কল্মিগন্ধা নক্সীকাঁথা
মেঘ থেকে নদী, নদী থেকে মেঘ তামার কলসে জল চালাচালি
বেলাবেলি সব মন্ত্রপঠণ মিলিয়ে গেলেই সন্ধ্যে নামে নদীর দুপাড়ে।
5 thoughts on “নিজকিয়া ৪১”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জল চালাচালি বেলাবেলি সব মন্ত্রপঠণ মিলিয়ে গেলেই সন্ধ্যে নামে নদীর দুপাড়ে।
বাহ বেশ ভাবনাময় কবি দা
অনন্য লেখা I
আরে বন্ধু নিজকিয়া বাদ দিয়া পরকীয়া করেন দুইডা পয়সা ইনকাম হইবো বউদি বহুত পিয়ার করবো। বুঝছেন?
ভালো লাগলো শ্রদ্ধেয় কবি দাদা। তো এই সময়ে কেমন আছেন? আপনাদের ভারতের করোনা'র অবস্থা তো বেশি ভালো নয়! তাই আপনাদের জন্য খুবই চিন্তা লাগে। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন। শুভকামনা থাকলো।