ভাদু গানের আসর আমার গীতিকবিতা-১
কথা – আঞ্চলিক সুর – অপ্রচলিত (তাল- দাদরা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
ও ভাদু মা ও ভাদু মা ফেলছো কেনো চোখের জল,
কি হয়েছে বলো মা আমায় খেতো দেবো রম্ভা ফল।
ও ভাদু মা ও ভাদু মা……..
আমার ভাদু রাগ করেছে কথা সে আর কইবে না,
ও ভাদু মা এই বয়েসে রাগ করা আর সাজে না।
ও ভাদু মা ও ভাদু মা……..
ও পাড়া যেও না ভাদু মা, ও পাড়া যেতে মানা,
ও পাড়াতে সতীন আছে ধরলে পরে ছাড়ে না।
ও ভাদু মা ও ভাদু মা……..
ওপর কুলি নামু কুলি মাঝ কুলিতে গোল হচ্যা,
আমার ভাদু ছুটু ছ্যালা ঘরে ফিরতে লারিছ্যা।
ও ভাদু মা ও ভাদু মা……..
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ কবি লক্ষ্মণ ভাণ্ডারী। শুভ সন্ধ্যা।
গুরুত্বপূর্ণ একটা লেখা ।
অসাধারণ! জানা হলো। পড়াও হলো। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
অসাধারণ! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।