দাদার কবরটা কোথায়, ভাইকে বললাম!
ভাই কবর দেখালেন কিন্তু মন ভরল না;
ভাইয়ের বাবা কে বললাম দাদার কবর
কোথায়, জেট্টো বললেন আমরা তখন ছোট
ছিলাম সঠিক ভাবে বলতে পারছি না? ছিঃ
ছিঃ আপনাদের কবর একদিন এরকম হবে।
বলেন আফসোস ছাড়া আর কি থাকে এখন
বলতে ইচ্ছা হয় ওবেটা নজির সরকার এতো
জমি থাকতে তোর কবরের চিহৃটুকু নাই-
হায় মানুষ তাই নিয়ে এতো কর বড়াই।
২৩ ভাদ্র ১৪২৬, ০৭ সেপ্টেম্বর ২০
————————————
অসাধারণ
অশেষ ধন্যবাদ মহী দা
হৃদয়স্পর্শী একটি কবিতা উপহার দিয়েছেন কবি আলমগীর সরকার লিটন। স্টে সেফ।
জ্বি মুরুব্বী দা
একটু চেষ্টা করেছি মাত্র
ভাল থাকবেন
হ্যাঁ দাদা ঠিকই বলেছেন। নিজের এতো এতো থাকতে শেষমেশ গোরস্থানের ছোট্ট একটু জায়গায় গিয়ে থাকতে হয়। হায়রে পকাল!
জ্বি প্রিয় কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ জানাই