শব্দের গ্রাফিতি

পৃথিবীর দেয়াল জুড়ে ছড়িয়ে দাও শব্দের গ্রাফিতি
প্রতিবাদী শব্দতে ধ্বংস করো সকল অন্যায় দূর্নীতি,
মনে রেখো তুমিই চে ফিদেল কাস্ত্রো কিম্বা অরুন্ধতি।

দগদগে ঘা এর মতো আজ পৃথিবী হচ্ছে সংক্রামিত
স্বাধীনতা আর ন্যায় বিচার শব্দগুলো আজ নিস্তব্ধ,
মুখ থুবড়ে পৃথিবীটাও পরে আছে বৃদ্ধকালের মতো।

সারা বিশ্বের নোংরা সিস্টেমটা দেখে জনতাও ক্লান্ত
দামি পোশাকে অপরাজনীতি দেখে বিশ্ব ক্লান্ত শ্রান্ত,
অপরাধের সীমা অতিক্রম দেখে জনতা আজ ক্লান্ত।

দুর্নীতিবাজ লোভী আজ পৃথিবীটাকে দখল করেছে
আর দলীয় আইনে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে,
জনতাও টিভির হেডলাইন দেখে আফসোস করছে।

তোমাদের নোংরা সিস্টেম দেখে দেখে জনতা ক্লান্ত
আর পোশাকী রাজনীতিতে প্রতিনিয়তই হয় বিভ্রান্ত,
তোমাদের অতিক্রান্ত সীমা দেখে জনতাও যে ক্লান্ত।

রাষ্ট্রের সামনেই ক্ষমতার দাপটে গণতন্ত্রও ধর্ষণ হয়
আর গণতন্ত্রও যৌনাঙ্গ চিরে ভোটতন্ত্রের জন্ম দেয়,
জনতা ওসব দেখে শুনে চা-এ টোস্ট ভিজিয়ে খায়।

6 thoughts on “শব্দের গ্রাফিতি

  1.  এলোমেলো ভাবনার একান্ত অনুভুতি হয়ে উঠে রুচিসম্পন্ন সাহিত্য

     

  2. রাষ্ট্রের সামনেই ক্ষমতার দাপটে গণতন্ত্রও ধর্ষণ হয় আর গণতন্ত্রও যৌনাঙ্গ চিরে ভোটতন্ত্রের জন্ম দেয় ,
    জনতা ওসব দেখে শুনে চা-এ টোস্ট ভিজিয়ে খায়

    এই সময়ের সেরা কবিতা। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা। 

  3. "রাষ্ট্রের সামনেই ক্ষমতার দাপটে গণতন্ত্রও ধর্ষণ হয়
    আর গণতন্ত্রও যৌনাঙ্গ চিরে ভোটতন্ত্রের জন্ম দেয়।" ___ ঠিক তাই। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।