সভ্যতার বোতলে বন্দী
অসহায় বলগা হরিণ,
মুক্ত আকাশে উড়ে
শকুনের দল সীমাহীন।
.
ঢেকে যায় চরাচর
চেতনা তো অসীম,
তারা কিছু পায় না
যারা করে স্বাধীন।
.
ময়ূর পুচ্ছ্ব যদি থাকে
কিসের আবার দুর্দিন,
কাক ময়ূর একাকার
দেশটাতো স্বাধীন।
.
শকুনের হাতে উড়ে
লাল সবুজ বাঁধাহীন,
চেয়ে রয় নির্বাক
শহীদ জননী ভাষাহীন।
.
এদেশ তো ভুলে গ্যাছে
প্রাণ দিল যারা প্রতিদানহীন,
তালে তেলে সয়লাব
দেশটাতো স্বাধীন !
4 thoughts on “স্বাধীন দেশে শকুনের রাজত্বে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সব ধর্ষণর বিচার কেন হয় না । হলে কিভাবে আরো দ্রুত করা যায় । এবং মোল্লারা যে মাদ্রাসায় শিশুদের বলৎকার করতেছে তার কি প্রতিকার। গতকাল মাদ্রাসার শিক্ষক ধরা পড়েছে । কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ।
স্বাধীন দেশে শকুনের রাজত্বে বেড়েছে শুধু কতিপয় লবিং মাস্টারদের আস্ফালন।
স্বাধীনতার খড়গতলে
হিসাব বিহীন মানুষ
পূজারীর ইচ্ছায় পাঠাবলী হয়
শুভকামনা থাকলো প্রিয়।
কবিতায় মুগ্ধ
শুভেচ্ছা রেখে গেলাম কবি