সব অন্ধকার

হতবাক শুধু দৃষ্টির আড়ালে
এক কুয়া অশ্রু জল; শুকানোর
কোন উপায় নেই। হাহাকার
বুকের মধ্যে বজ্রপাত- কখন
হবে সুফলা শস্যের প্রভাত!

একগঙ্গা রক্ত দেখতে হচ্ছে
বার- বার-কু-শাসনে হয়েছি
মহাসম্রাট- মুখের হাসিটুকু
বেদনা ছুঁই না- শুধু লালসার
ক্ষুধা মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধতা;

ক্ষমতা তুমি আরো ঘুম পারো
যেখানে নীল মেঘ স্পর্শের
খেলা করবে না- কোন আর্তনাদ
শুনবে না- এখনী তোমার হোক
সব অন্ধকার- সব অন্ধকার।

২৫ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “সব অন্ধকার

  1. ক্ষমতায় তুমি আরো ঘুম পারো।
    যখন নীল মেঘ স্পর্শের খেলা করবে না- কোন আর্তনাদ শুনবে না-
    সেখানে তোমার হোক সব অন্ধকার- সব অন্ধকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা
      অশেষ ধন্যবাদ জানাই- ভাল ও সুস্থ থাকবেন

    1. জ্বি প্রিয় কবি রিয়া দিদি অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।