হতবাক শুধু দৃষ্টির আড়ালে
এক কুয়া অশ্রু জল; শুকানোর
কোন উপায় নেই। হাহাকার
বুকের মধ্যে বজ্রপাত- কখন
হবে সুফলা শস্যের প্রভাত!
একগঙ্গা রক্ত দেখতে হচ্ছে
বার- বার-কু-শাসনে হয়েছি
মহাসম্রাট- মুখের হাসিটুকু
বেদনা ছুঁই না- শুধু লালসার
ক্ষুধা মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধতা;
ক্ষমতা তুমি আরো ঘুম পারো
যেখানে নীল মেঘ স্পর্শের
খেলা করবে না- কোন আর্তনাদ
শুনবে না- এখনী তোমার হোক
সব অন্ধকার- সব অন্ধকার।
২৫ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০
———————————
ক্ষমতায় তুমি আরো ঘুম পারো।
যখন নীল মেঘ স্পর্শের খেলা করবে না- কোন আর্তনাদ শুনবে না-
সেখানে তোমার হোক সব অন্ধকার- সব অন্ধকার।
জ্বি প্রিয় মুরুব্বী দা ধন্যবাদ জানাই
চমৎকার ভাবনায় মার্জিত লিখনী।
ধন্যবাদ জানাই মহী দা
চতুর্দিকে অন্ধকার। শুভকামনা থাকলো দাদা।
জ্বি প্রিয় কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ জানাই- ভাল ও সুস্থ থাকবেন
কবিতার সাথে ছবি ভাল হয়েছে কবিবাবু।
জ্বি প্রিয় কবি রিয়া দিদি অশেষ ধন্যবাদ জানাই