হেঁটে গেলো চাঁদ

2188881

সেদিন সূর্য উঠেছিল ঠিক পশ্চিমে
তেজস্ক্রিয় রশ্মি কতটুক পুড়ে গেয়েছিল
একটা হাত, মন, এমন কি সমস্ত দেহ;
পুড়া গন্ধ নাকে স্বাদ লাগেনি এতটুকু
আঁচও লাগেনি বেদনার আকাশ ছুঁয়ে
কতটুকু বৃষ্টি ভেজেছিল হয় তো মনে নেই।

সূর্য ডুবে চাঁদ জ্বলজ্বল করছিল ঘোর
অমাবস্যার রাত অথচ বিবেক পাড়ায়
পুজোর ঢল বাজেনি প্রসাদ তো দূরের কথা
একটা চালও জুটেনি- মেঠোপথগুলো ধোঁয়ায়
অন্ধকার কি সুখের প্রদীপ নিয়ে হেঁটে গেল চাঁদ-
আজও ভাবগাম্ভীর্য নদের একুল ওকুল শূন্য।

১৫ কার্তিক ১৪২৬, ৩১ অক্টোবর ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “হেঁটে গেলো চাঁদ

  1. লেখাটি ঠিক আত্মস্থ করতে পারছি না। 
    সেদিন সূর্য উঠিছিল ঠিক পশ্চিমে

    সূর্য ডুবে চাঁদ জলজল করছিল ঘোর
    আমাবস্যার রাত  

    কবিতাটা নিয়ে ভাবতে হবে যাতে বুঝে উঠতে পারি। 

    1. জ্বি মালেক দা একটু ভাবগাম্ভীর্য কবিতা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।