সেদিন সূর্য উঠেছিল ঠিক পশ্চিমে
তেজস্ক্রিয় রশ্মি কতটুক পুড়ে গেয়েছিল
একটা হাত, মন, এমন কি সমস্ত দেহ;
পুড়া গন্ধ নাকে স্বাদ লাগেনি এতটুকু
আঁচও লাগেনি বেদনার আকাশ ছুঁয়ে
কতটুকু বৃষ্টি ভেজেছিল হয় তো মনে নেই।
সূর্য ডুবে চাঁদ জ্বলজ্বল করছিল ঘোর
অমাবস্যার রাত অথচ বিবেক পাড়ায়
পুজোর ঢল বাজেনি প্রসাদ তো দূরের কথা
একটা চালও জুটেনি- মেঠোপথগুলো ধোঁয়ায়
অন্ধকার কি সুখের প্রদীপ নিয়ে হেঁটে গেল চাঁদ-
আজও ভাবগাম্ভীর্য নদের একুল ওকুল শূন্য।
১৫ কার্তিক ১৪২৬, ৩১ অক্টোবর ২০
————————————
লেখাটা অসাধারণ
অশেষ ধন্যবাদ মহী দা
লেখাটি ঠিক আত্মস্থ করতে পারছি না।
সেদিন সূর্য উঠিছিল ঠিক পশ্চিমে
সূর্য ডুবে চাঁদ জলজল করছিল ঘোর
আমাবস্যার রাত
কবিতাটা নিয়ে ভাবতে হবে যাতে বুঝে উঠতে পারি।
জ্বি মালেক দা একটু ভাবগাম্ভীর্য কবিতা
কবির কাব্য ভাবনার প্রতি সম্মান রইলো।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
চমৎকার লিখেছেন দাদা। শুভকামনা থাকলো।
জ্বি কবি নিতাই দা অশেষ ধন্যবাদ জানাই