কি আশায় ছুটছি!
একলা পথের পথিক
আমি,
আমার ধর্ম নেই
নেই কর্ম
অন্ধকারে আমার বাস
কালো রাত্রির যাত্রী
আমি,
আমার ঠিকানা নেই
নেই হারানোর ভয়
দুর্গম পথে সুখ খুঁজি
ঝর্ণাধারা স্রোত
আমি,
আমার নদী নেই
নেই বালি।
কি নেশা দুচোখে
ভবের জলসায় রাজকুমার
আমি,
আমার মাদকতা নেই
নেই অশ্রুজল
কল্পনার রাজপ্রাসাদে
প্রজাদের শাসনের শাসক
আমি,
আমার ডাল নেই
নেই তলোয়ার।
মাটির উপরে কষ্টগুলো
সইতে পারি না
তবে মাটির নিচে কষ্টগুলো
অনন্তকাল
সইবো কি করে!
তবুও আমি ছুটছি
পৃথিবীর নরক থেকে
মুক্তির আশায়।
১৩:৩০
২৬/১০/১৭ইং
বেশ ভাবনাময় কবি দা
বেশ মুগ্ধ হলাম।
শুভেচ্ছা রইলো কবি।