মুক্তির আশায়

কি আশায় ছুটছি!
একলা পথের পথিক
আমি,
আমার ধর্ম নেই
নেই কর্ম
অন্ধকারে আমার বাস
কালো রাত্রির যাত্রী
আমি,
আমার ঠিকানা নেই
নেই হারানোর ভয়
দুর্গম পথে সুখ খুঁজি
ঝর্ণাধারা স্রোত
আমি,
আমার নদী নেই
নেই বালি।
কি নেশা দুচোখে
ভবের জলসায় রাজকুমার
আমি,
আমার মাদকতা নেই
নেই অশ্রুজল
কল্পনার রাজপ্রাসাদে
প্রজাদের শাসনের শাসক
আমি,
আমার ডাল নেই
নেই তলোয়ার।

মাটির উপরে কষ্টগুলো
সইতে পারি না
তবে মাটির নিচে কষ্টগুলো
অনন্তকাল
সইবো কি করে!
তবুও আমি ছুটছি
পৃথিবীর নরক থেকে
মুক্তির আশায়।

১৩:৩০
২৬/১০/১৭ইং

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

3 thoughts on “মুক্তির আশায়

মন্তব্য প্রধান বন্ধ আছে।