সেই ছেলেটা ধাপ্পাবাজ
কথায় কথায় দেখায় কাজ!
স্যুট, টাই বাগাড়ম্বর
মুখে বলে অনাড়ম্বর!
বারেবারে চোগলখুরি
চান্স পেলেই গাজাখুরি!
রাস্তা-ঘাটে ঠাংকি মারে
থুড়ি মেরে নজর কাড়ে!
সেই ছেলেটা ধাপ্পাবাজ
কাজে ফাঁকির কারুকাজ!
সবাই তাকে মন্দ বলে
সে এখন একলা চলে!!
4 thoughts on “ধাপ্পাবাজ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর পদ্য। সত্য উচ্চারণে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি।
আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া
বেশ ছন্দময় কবি দা
আন্তরিক ধন্যবাদ