সকাল বিকাল পিটি প্যারেড চলছিল-
কাল যে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস!
বিদ্যালয়ের প্রাঙ্গনে লাল নীল পতাকায় পতাকায়
সাজানোর ব্যস্ততায় নির্ঘুম রাত; ভোর হলো
স্কুলের ইনফর্ম পরা শীতের কি কাঁপন- শুরু হলো
কুচকাওয়াজ- মনে কি ভয় ছিল, ডান বাম করতে
বুঝি হয়ে যায় ভুল- লম্বা লাইনে স্যালুট, বেশ বিজয়ের
আনন্দ চলছিল; তারপর যেমনখুশি তেমন সাজা,
সাজলাম গ্রামের মোড়ল! সোনালি স্মৃতি আজ অম্লান-
তবুও বার বার আসে ১৬ই ডিসেম্বর নতুন প্রজন্মের পর প্রজন্ম-
এভাবেই বিনম্র শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযুদ্ধা! দেশপ্রেম যেনো
কাজে কর্মে বিলীন হয়ে যায়- স্মরণে ১৬ই ডিসেম্বর।
৩০ অগ্রহায়ন ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০
————————————
মুগ্ধকর কাব্য
জ্বি প্রিয় কবি মহী দা
বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——————
বিনম্র শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযুদ্ধা! দেশপ্রেম যেনো
কাজে কর্মে বিলীন হয়ে যায়- স্মরণে ১৬ই ডিসেম্বর।
জ্বি প্রিয় মুরুব্বী দা
বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——————
সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সাথে শব্দনীড় পরিবারের সকলকে বিজয় শুভেচ্ছা।
জ্বি কবি নিতাই দা আপনাকেই অনেক অনেক বিজয় দিবসের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন———