দৃশ্য পটে নিশিকান্ত দুচোখ লাবণ্যময়
প্যান্ট শার্ট পরা আজ কাল কবিতারা
দুরন্তপনা হুম হরশায় ছুটে চলছে- অথচ
সালোয়ার কামিজ আমরা মানে আমি পরতে
পারি না- সোনালি কথাগুলো কেনো জানি
বিড়ম্বনা করে- তবুও মাঝে মধ্যে খুব হচ্ছে হয়-
সালোয়ার কামিজ পরি- কারণ তারও মানুষ
আমিও মানুষ; তাহলে পার্থক্য হয় কেনো?
আফসোস লাগে সোনালি মাঠে যাই কিংবা
পূর্ণিমার রাত অনুভবগুলো অশ্রু সজল চোখ
মানবতার ধর্ম সে হয় তো জানে না কেনো?
এভাবেই দিনকাল চলে যায় বড় বিড়ম্বনা।
১৪ পৌষ ১৪২৬, ২৯ ডিসেম্বর ২০
————————————
অপূর্ব শিল্প সাধন ও গুচ্ছিত শব্দাবলী।
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
আজকাল আপনার লিখা গুলোন দারুণ এগুচ্ছে। অভিনন্দন প্রিয় বাউল কবি।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
সুন্দর কবিতা । ভালো লাগা জানবেন প্রিয় লিটন ভাই।