ছায়া ঘিরা কত ডালিমের বাগান
একটা ডালিম শুধু অন্ত রঙ মহলে ভাবি
আরও খালি কলস দুচোখ ভরে দেখি
মায়া ঘিরা সবই চাই শুধু নিভূতে-
শত শত কলম ঝরে যাচ্ছে নিমেষে
রাতদুপুর দাগ রেখে কালির আগুন-
সহজ সরল কিংবা নিঠুরতায় একনিষ্ঠতায়;
অথচ আমার চাওযা এতটুকু সামান্য।
০৫ ফাল্গুন ১৪২৬, ১৮ ফেব্রুয়ারি ২১
————————————
দারুণ লেখনী
শুভ কামনা আপনার প্রতি।
অনবদ্য লেখনী
শুভকামনা রইল সতত
কবিতা পড়লাম বাউল কবি মি. আলমগীর সরকার। দারুণ।
আপনার হাতে ছড়া পদ্য পড়তে ইচ্ছে করে।