এতটু মুখ ভরে হাসতে চাই
অথচ কৃষ্ণচূড়া রাঙা পথ!
লজ্জাবতি সাম্মনটুকু বুঝল না।
তবুও হাটতে হাটতে ক্লান্তীহীন
আলোক সজ্জা চাঁদের মুখ অথচ
তারা জোনাকির পিটে বসে
হাসে বেশ- আর একটু বার
মুখ ভরে হাসে দাও প্রভু-
উজ্জ্বল থাক তোমার পৃথিবী;
দুনয়নের আলো- বৈশাখি বাতাস
একমুঠো বিশ্বাস শুধু
হেসে উঠুক সমস্ত মুখ।
২৯ চৈত্র ১৪২৬, ১২ এপ্রিল ২১
——————————–
উজ্জ্বল থাক তোমার পৃথিবী;
দু'নয়নের আলো- বৈশাখি বাতাস
একমুঠো বিশ্বাস শুধু; হেসে উঠুক সমস্ত মুখ।
দারুণ লেখা । লেখাটি পড়ে সত্যি মুগ্ধ হলাম । অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে ।