মুখ

010201K

এতটু মুখ ভরে হাসতে চাই
অথচ কৃষ্ণচূড়া রাঙা পথ!
লজ্জাবতি সাম্মনটুকু বুঝল না।

তবুও হাটতে হাটতে ক্লান্তীহীন
আলোক সজ্জা চাঁদের মুখ অথচ
তারা জোনাকির পিটে বসে
হাসে বেশ- আর একটু বার
মুখ ভরে হাসে দাও প্রভু-

উজ্জ্বল থাক তোমার পৃথিবী;
দুনয়নের আলো- বৈশাখি বাতাস
একমুঠো বিশ্বাস শুধু
হেসে উঠুক সমস্ত মুখ।

২৯ চৈত্র ১৪২৬, ১২ এপ্রিল ২১
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “মুখ

  1. উজ্জ্বল থাক তোমার পৃথিবী;
    দু'নয়নের আলো- বৈশাখি বাতাস
    একমুঠো বিশ্বাস শুধু; হেসে উঠুক সমস্ত মুখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দারুণ লেখা । লেখাটি পড়ে সত্যি মুগ্ধ হলাম । অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।