তোমার একবেলা আধবেলা ভালোবাসা
পাওয়ার ইচ্ছে হলেই
আমি ছুটে যাই পথের ধারের শিশুটার কাছে
দুটাকার মুড়ি কিংবা একঠোঙা বাদাম পেলেই
একপৃথিবী ভালোবাসা দেয় তারা।
দূরে আছি সেই ভালো
একবিকেল তোমায় ছুঁতে ইচ্ছে হলেই
ফুল হাতে ছুটে চলা মেয়েটাকে ছুঁয়ে দিই
একটা বকুল মালা খোঁপায় গুজে
কটা নোট দিলেই মধুর ভরসায়
জড়িয়ে ধরে তারা।
তোমার প্রেমের প্রার্থনায় থাকার চেয়ে
সিগন্যালে হাত পেতে দাড়িঁয়ে থাকা
অন্ধের থালা ভরে যাক সেই প্রার্থনা করি।
প্রেম ভালবাসা একজনের জন্য নয়
ভালোবাসা হোক জনে জনে
প্রেম হোক মানুষে মানুষে।
অনেক অনেকদিন পর আপনার লিখা ভেসে উঠলো শব্দনীড়ের পাতায়। ব্যক্তিগত ভাবে আমি আপনার লিখার ভক্ত। আজ আপনাকে দেখে সত্যই আনন্দিত হয়েছি। শুভেচ্ছা।
কমনীয় ভাবনায় যাদুকরী উপস্থাপন ।
মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম লেখাটা।