সেই দিন জানালা খোলা ছিল
চাঁদের হাসিটা বেশ লাগছিল!
অথচ রাস্তার ধূলি ঠোঁটের সাথে লাগেনি
দূর্বা ঘাস অভিমানি বেশছিল;
বৈকালি হাওয়া ফাল্গুনে আগুন জ্বলছিল
এতো দিনেও বুঝার সময় হলো না
আর- যাচ্ছে কেটে দিন রাত মাস বছর
এমন কি মৃত্যুর দিনও- অথচ অপেক্ষার
মধুরত নেই শুধু মেঘবৃষ্টি ঝড় বইল-
অতঃপর পৃথিবীর জানালা তেমনী থাকল।
২৯ জ্যৈষ্ঠ ১৪২৮, ১২ জুন ২১
——————————
Excellent poem
জি প্রিয় মহী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
তারপরও শুভ কামনা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। শুভ দিন।
জ্বি প্রিয় মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
ভালো লাগলো দাদা। আপনার কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
জ্বি প্রিয় কবি নিতাই দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———