সেলফি’র ঢং, কত-না হয় রঙ-বেরঙে
কেউবা রাস্তায়, কেউ রেল জংশনে
কেউ নদীর পাড়ে, কেউ আগানে-বাগানে
কেউ আকাশ পানে, কেউ মিশে যায় মরণে।
.
ছবিটি চিত্তরঞ্জন গুদারা ঘাট সংলগ্ন নবনির্মিত একটা ভবন।
সেলফি’র ঢং, কত-না হয় রঙ-বেরঙে
কেউবা রাস্তায়, কেউ রেল জংশনে
কেউ নদীর পাড়ে, কেউ আগানে-বাগানে
কেউ আকাশ পানে, কেউ মিশে যায় মরণে।
.
ছবিটি চিত্তরঞ্জন গুদারা ঘাট সংলগ্ন নবনির্মিত একটা ভবন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
Very good post
ইচ্ছে করে মরণকে ঢেকে আনা। এসব কেবলি ছাগলামি।
শুভকামনা থাকলো দাদা।
হায় সেলফী !!! মানুষ সেলফী তুলতে অন্তত সতর্ক যেন হয়।
আমি মনে করি ঝুকিপূর্ণ সেলফি মানে মরণকে ঢেকে আনা।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
সত্যই চলছে আজ কাল প্রিয় নিতাই দা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আশা করি ভালো থাকবেন।