চুমু

kiss-25

একটা নিষ্পাপ চুমুর জন্য
কবিতা কতখানি অপেক্ষা পূর্ণিমা রাত
কিংবা নির্জন ঠোঁটের বাগ!
কবিতা বুঝতেই পারল না নিশিস্বাদ;
অথচ কোনদিন ভাবতে পারেনি

ইচ্ছা ডাঙ্গার স্বপ্নও দেখেনি
কবিতাকে আলিঙ্গন করব-
তারপরও প্রণয় বাঁশি বেজেই গেছে
আজও নিষ্ফল শুধু ঘৃণার পটকল
এভাবে নিঃশেষ হলো কবিতার চুমু।

০৫ আষাঢ় ১৪২৮, ১৯ জুন ২১
————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “চুমু

  1. … তারপরও প্রণয় বাঁশি বেজেই গেছে
    আজও নিষ্ফল শুধু ঘৃণার পটকল
    এভাবে নিঃশেষ হলো কবিতার চুমু। ___ কবিতায় সমবেদনা রইলো প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই 

মন্তব্য প্রধান বন্ধ আছে।