করোনা কালীন জীবন

করোনা তোমার জন্য আজ বিশ্ব স্থবির,
মানুষে মানুষে নেই আলিঙ্গন, শুধু শঙ্কা আর শঙ্কিত জীবন।
দীর্ঘ প্রতীক্ষা একটু আলিঙ্গনের জন্য।
করোনা তোমার প্রাদুর্ভাবের জন্য, সতত লকডাউন
লকডাউনের গৃহ বন্দী জীবন, অসহ্য সময়, দীর্ঘ প্রতীক্ষা।
নেই সেই আগের মতো প্রানবন্ত চমৎকার শহর খানি
ফুটপাতের মানুষের দুর্বিষহ জীবন,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পথশিশুর করুন আহাজারি, আর্তনাদ।

নেই তো সেই জমজমাট শপিংমল
দোকানির দীর্ঘশ্বাস, লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়।
নেই সেই প্রাণবন্ত শিক্ষালয়,
নেই কচি কাঁচার পদচারণায় মুখরিত পরিবেশ।
গৃহ বন্দী জীবন, মুক্ত সময়ের প্রতীক্ষা, কখন মুক্তি পাবে।
করোনা তোমার সংক্রমণে,বিশ্ব আজ মৃত্যুপুরী
অজস্র মানুষের কর্মহীনতা, বুভুক্ষা জনজীবন
কি করুন চাহুনি, সুদিনের প্রতীক্ষা।
সকলে আজ একটায় চিন্তা কিভাবে তৈরি করবে প্রতিষেধক,
কেমন ফুটাবে মানুষের মলিন মুখে মুক্ত হাসি,
তাও আজ দীর্ঘ নয়, সুদীর্ঘ সময়ের প্রতীক্ষা।

রচনাকালঃ
২৬/০৫/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

5 thoughts on “করোনা কালীন জীবন

  1. করোনা তোমার জন্য আজ বিশ্ব স্থবির,
    মানুষে মানুষে নেই আলিঙ্গন, শুধু শঙ্কা আর শঙ্কিত জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. শুভকামনা রইল।।।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।