নেকড়ে মন

wonrth

অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা
আকাশময় যেনো ঝাঁঝাল পূর্ণিমার চাঁদ!
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক
অথচ কাঠ পোড়া মন বুঝলই না;

বনও নেকড়ের মতো আচারণ করল
শোকাহত সময়ের উঠানেও ঘৃণা
এ এক অন্যজীবন তিক্ত ময় বীণা!
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি হলো
অতঃপর নেকড়ে মন আজও রয়েই গেলো।

২৮ শ্রাবণ ১৪২৮, ১২ আগস্ট ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “নেকড়ে মন

  1. খুবই শক্ত এবং পোক্ত কবিতা। অবিরাম শুভকামনা প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি মুরুব্বী দা কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।