অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা
আকাশময় যেনো ঝাঁঝাল পূর্ণিমার চাঁদ!
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক
অথচ কাঠ পোড়া মন বুঝলই না;
বনও নেকড়ের মতো আচারণ করল
শোকাহত সময়ের উঠানেও ঘৃণা
এ এক অন্যজীবন তিক্ত ময় বীণা!
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি হলো
অতঃপর নেকড়ে মন আজও রয়েই গেলো।
২৮ শ্রাবণ ১৪২৮, ১২ আগস্ট ২১
খুবই শক্ত এবং পোক্ত কবিতা। অবিরাম শুভকামনা প্রিয় বাউল কবি।
জি মুরুব্বী দা কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই