উলঙ্গ অন্ধকার ( ব্যবচ্ছেদ পর্ব)

26413912_n

ক।
সন্ধ্যা-মালতীর মত রোজ সন্ধ্যায়
অবশ্যম্ভাবী ছিলো তোমার আগমন,
গোলাপি ঠোঁটের নিরেট উষ্ণতায়
শিশির সিক্ত গালে আঁকা হতো বাধ্যগত চুম্বন।

খ।
আমার চোখে
আষাঢ়ের বৃষ্টির মত অবিশ্রান্ত ধারা,
থৈ থৈ বানে ভেলা ভাসিয়ে উল্লাসিত তোমরা
একবার ও ভাবলে না
এতো কান্নায় কি বলতে চেয়েছিল আমার নয়ন তারা।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “উলঙ্গ অন্ধকার ( ব্যবচ্ছেদ পর্ব)

  1. অভিনন্দন প্রিয় কবি স্যার দাউদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।