হায় রে আমরা কি উল্টো পান্ডে
ও দেখিকে স্বাধীনতার উল্লাস
আর আমার বুকে বুলেটের রক্ত নদ!
কি বিবেক শূন্যময় আকাশ;
কোনদিন জাগ্রত হবে না?
একটি প্রশ্ন, ভাবনার অন্তরায়
বয়ে যায় হাজার নদ নদী খালবিল।
ধিকার জানাই ঐ হায়নাদের;
উত্তরসূরিদের কথায় ভাবলে
কবিতার লোম ঘেমে বৃষ্টি ঝরে
সত্যই আহত, আমরা শোকাবহ
অথচ নিজ রক্তশিরায় বিদ্বেষী মনোভাব
শান্তির পায়রা উড়ানো সময়-
লেখা হয়ে যায় চির অমলিন-অতঃপর
আমরা, প্রজন্মরা গভীর শোকাহত।
৩০ শ্রাবণ ১৪২৮, ১৪ আগস্ট ২১
6 thoughts on “শোকাহত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজ রক্ত শিরার বিদ্বেষী মনোভাবে শান্তির পায়রা উড়ানো সময়-
লেখা হয়ে যায় চির অমলিন-
অতঃপর আমরা; প্রজন্ম রা গভীর শোকাহত।
____ বুঝিনা … এমন কঠিন করে লিখেন কী করে কবি? শোক হোক শক্তি।
জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
Respect
জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা।
জি নিতাই দা অশেষ ধন্যবাদ জানাই