স্বপ্ন এবং রূপকথার গল্প

23558_n

সুদূর অতীতে আমি রাত জেগে জেগে রূপকথার গল্প,
স্বপ্ন দেখেছি। রাত্রির আকাশ ভরা দীর্ঘশ্বাস নিয়ে।

বছরের পর বছর ধরে দেখেছি আমি
মৃত্যুর বিরুদ্ধে আলোর ক্রোধ, সে এক মহাক্রোধ।
আমি দেখেছি বৃদ্ধাশ্রম দিনের মত নেতিয়ে পড়া
কিছু মানুষের মুখে দীর্ঘতর অশ্রুপাত।
দেখেছি তাদের জ্বলজ্বলে চোখ,
আমি দেখেছি তাদের কথায় কোনো দ্রুতি ছিলো না,
তারা জেনে গিয়েছিল
তাদের শেষ ভরসা নিগূঢ় অন্ধকার।

তারা সব ভঙ্গুর মানুষ গুলো প্রত্যেকে চোখের উপসাগরে শেষ ঢেউ তুলে দু হাত মেলে বলতো –
“হে রাত্রি তুমি মৃদু হয়ে যাও!”

আমি দেখেছি,
মৃত্যুর নিকটবর্তী কবরের মানুষ যারা
অন্ধকারাচ্ছন্ন দৃষ্টিতে চেয়ে দেখে –
নিগূঢ় অন্ধকার, শুধু অন্ধকার – এবং শেষ অন্ধকার।

তারা দেখে —
ক্রোধের মহাপ্রলয়ে তাদের চোখ উল্কার মত
জ্বলতে পারে। পুড়িয়ে দিতে পারে ধ্বংসস্তূপ।

যা কি না এক মহাক্রোধ,
মৃত্যুর বিরুদ্ধে আলোর ক্রোধ, সমগ্র জীবনের ক্রোধ।

তারপর বহু বছর পরে আবার,
আমি স্বপ্ন দেখেছি,
ছিন্নভিন্ন দেশ, ক্ষত বিক্ষত শোকবার্তা, মর্মান্তিক সংবাদ,
ছিন্নভিন্ন মানুষ এবং তাদের সত্তা।

তখন সমগ্র জীবন থেকে পালিয়ে আমি
নিজেই নিজের হাতে মুখ ঢেকে
ব্যর্থতার অশ্রুবিন্দু দিয়ে অবিরল ভাষাহীন কথায়
আমার রূপকথার গল্প নিজেই লিখেছি।

.
ছবি ক্রেডিট – Manish Khashnabish ভাইয়া ❤️

6 thoughts on “স্বপ্ন এবং রূপকথার গল্প

  1. কবিতায় যেন পূর্ণ পাঠের আনন্দ পেলাম প্রিয় কবি মি. পথিক সুজন। শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।