কত ছবি রঙতুলি ভাবতেই অবাক
শুধু শুধু্ই আমাকে সাগর বানানও !
যখন ঢেউ তুলি- ভাঙ্গি মাটির ঘর বাড়ি
তখন কোথায় হারিয়ে যাই!
সে বলে উঠে ভাবনার চোরাবালি প্রান্তর-
অথচ হাঁটু পানি থৈ থৈ;
এখন আবার বালুচর জাগাতে বলে
তাহলে কে আমি মানুষ না বন্যপ্রাণী মাত্র
নদী হাসতে- হাসতে ব্যকুল;
বলে উঠল চলও- চলও সাঁতার খেলি!
সাগরে কি সাঁতার কাটা যায়?
সাগর তো মনের ওলিগলিতে ভাবনাময়
নীল লাল সাদা রঙতুলিতে সাগর আর সাগর।
০৩ আশ্বিন ১৪২৮, ১৮ সেপ্টেম্বর ২১
সাগর তো মনের ওলিগলিতে ভাবনাময়
নীল লাল সাদা রঙতুলিতে সাগর আর সাগর। __ ঠিক তাই কবি।
জি মুরুব্বী দা
ওই একটা ভাবনা জরাছি
কাব্যপাঠ করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–