ঔষধ

images পপপটপপ
দৃষ্টির বেড়াজালে জলের ভূত
নদীর বুকে বালুচর-তাও
মাটির অনুভূতিতে রঙিন ছবি
হাজার স্বপ্ন শাপলা ফুল-
পদ্ম দেখে আকাশ তারা, সরিষা ফুল
কিল বিলিয়ে যাচ্ছে কত ভূত
সময় অসময়ে বেদনার অসুখ
লোভ লালসার নেই ঔষধ-
তবুও চলে মনের বিদ্বেষী যত ভূত!
বিধাতায় জানে কালে ঔষধ।

১৭ কার্তিক ১৪২৮, ০২ নভেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ঔষধ

  1. সময় অসময়ে বেদনার অসুখ
    লোভ লালসার নেই ঔষধ-
    তবুও চলে মনের বিদ্বেষী যত ভূত!
    বিধাতায় জানে কোন কালে কোন ঔষধ। ___ ঠিক তাই প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি ‍মুরুব্বী দা 

      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও ‍সুস্থ থাকবেন——-

    1. জি  কবি ‍মহী দা  অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও ‍সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।