মুঠোফোনের প্রেমে পড়ে
চিঠির চলন নাই,
বসে বসে ডাক পিয়নে
মাগনা হাওয়া খাই।
আগের যুগে চিঠির চলন
নেই তুলনা তার,
ক্ষুদে বার্তার জন্য তবে
দেয় না চিঠি আর।
সুন্দর ভাষা দিয়ে রে ওই
চিঠি লেখা হয়,
ডাক পিয়নই ডাক ঘরেতে
চিঠিবিহীন রয়।
মুঠোফোনে কথা বলা
মুঠোফোনই সব,
বর্তমান ওই চিঠি খানা
রহম করো রব।
আগের যুগে চিঠি দিয়ে
হয়তো সকল কাজ,
এখন চিঠি দিতে গেলে
লাজ লাগে ভাই লাজ।
রচনাকালঃ
২৩/০৭/২০২১
স্বরবৃত্ত ছন্দ- ৪+৪/৪+১
আগের যুগে চিঠির চলন
নেই তুলনা তার,
ক্ষুদে বার্তার জন্য তবে
দেয় না চিঠি আর।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।
