নির্বোধ ভাবনাগুলো
মেলেছে রক্তের ডানা;
স্বপ্নগুলো জঙ্গিবাদ নিরাশা-
অথচ দেয়ালের ইতিহাস
নির্বোধ বাসনা! রাতের দৃষ্টিপাত-
চলছে খারা দুপুর আয়না
তবুও ভাঙ্গার সাহসটুকু গঞ্জনা-
অথচ ঢেউ তোলা থামে না
মাটির ছবি চন্দ্র তারা কেউ
দেখে- কেউ বা দেখা না-
এক ঝাক পাখিরা গান গায়
পাহাড় গায়ে কর্ণপাত লাঞ্ছনা।
২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৮ ডিসেম্বর ২১
ক্লাসিক কবিতায় শুভ কামনা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন।
জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন সব সময়——
সৃজনশীল লেখা।
মনন ও সুজন লেখার লাইনে লাইনে।
জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন সব সময়——