লাঞ্ছনা

500_F_63066019_z5afuXmIyVvfcw7VSEO0gZkglqrqL5TB

নির্বোধ ভাবনাগুলো
মেলেছে রক্তের ডানা;
স্বপ্নগুলো জঙ্গিবাদ নিরাশা-
অথচ দেয়ালের ইতিহাস
নির্বোধ বাসনা! রাতের দৃষ্টিপাত-
চলছে খারা দুপুর আয়না
তবুও ভাঙ্গার সাহসটুকু গঞ্জনা-
অথচ ঢেউ তোলা থামে না
মাটির ছবি চন্দ্র তারা কেউ
দেখে- কেউ বা দেখা না-
এক ঝাক পাখিরা গান গায়
পাহাড় গায়ে কর্ণপাত লাঞ্ছনা।

২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৮ ডিসেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “লাঞ্ছনা

  1. ক্লাসিক কবিতায় শুভ কামনা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই 
      ভাল ও সুস্থ থাকবেন সব সময়——

    1. জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই 
      ভাল ও সুস্থ থাকবেন সব সময়——

মন্তব্য প্রধান বন্ধ আছে।