শুধু একবার কচি কচি প্রেম নিয়ে এসো
নিয়ে এসো অফুরন্ত ভালোবাসা,
ওই দূর কালো আকাশে চাঁদ,
যতটা ভালোবাসায় জেগে রয়।
যখন হৃদয় প্রচণ্ড ব্যাকুল হবে
প্রবল ভালোবাসায় কাঁদবে মন প্রাণ
সকল বাঁধা চূর্ণ করে ছুটে আসো।
কালো কালো পাথরসম ভালোবাসা
চলার পথের খুব অন্তরায়।
লাল গোলাপী ওড়নাটা হাওয়ায় উঠবে
টেনে নিয়ে তুমি চেপে ধরবে দাঁত দিয়ে।
বসন্ত বাতাসে এলোমেলো তোমার চুল
দৌড়ে গিয়ে খোঁপায় দিবো বেলী ফুল।
চমৎকার লিখেছেন মি. ফয়জুল মহী।
যথেষ্ঠ রোম্যান্টিক কবিতায় নস্টালজিক হয়ে যাই।
Thank you dear ♥️♥️
খুব সুন্দর অনুভব প্রকাশ কবি মহী দা এভাবেই চালিয়ে যান ভাল থাকবেন সব সময়——-
Thank you dear brother
♥️♥️♥️