শাসন

index৪৩৪৫৪

আদর্শ একটা ছায়া মাটির
ঘাস গুলো শাসন মুখি বল;
অথচ ছন্নছাড়া শাসন নাকি
পুতুল- হু হাত পিচলে দূর
দুরন্ত চলে যায় তো যায়-
স্বপ্ন মিছিল পাড়ায় বাসর
ঘরে কত না শাসন আদর্শ
রাত ফুরালেই স্নানরত সুবাস
তারপর শাসনের রেওয়াজ
শুরু হয়! দু’চোখের মেঠোপথে
শাসন নাকি অপছা অপছা
দেখা যাচ্ছে আর আলোর কিরণ
উত্তপ্ত হচ্ছে-মাটির ছায়া পথে
আর খুব কাছে বাসর ঘরে শাসন।
০৩ মাঘ ১৪২৮, ১৭ জানুয়ারি ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “শাসন

  1. শাসন নাকি অপছা অপছা
    দেখা যাচ্ছে আর আলোর কিরণ
    উত্তপ্ত হচ্ছে-মাটির ছায়া পথে
    আর খুব কাছে বাসর ঘরে শাসন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি মুরুব্বী দা সুন্দর কমেন্ট করার  জন্য ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।