দ্রোহের চাঁদ

IZ8XVxSo

কবিতা একটা চিন্তার জায়গা
যেমন মাঠ ছাড়া সফল হয় না
তেমন ভাবনা ছাড়া কবিতার
রূপ লাবণ্য ছোঁয়া যায় না;
কবিতার নিখুঁত চক চকে
একটা অস্ত্র আছে যেটা দ্বারা
খুনও হয়- খুন থেকে বাঁচাও যায়-
ন্যায় নীতি ধ্বংস সৃষ্টির কারিগড় বটে!
এখন ভাবনার জায়গায় পেরেক মারা আছে
তবুও বাঁধা মানে না কবিতার রূপ লাবণ্য
বাহারি গন্ধ সুবাস; এমন কি দ্রোহের চাঁদ
হয়ে ঝলমল করে বসে যে কোন কবিতা।
১৫ মাঘ ১৪২৮, ২৯ জানুয়ারি ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “দ্রোহের চাঁদ

  1. সুন্দর লিখেছেন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন।
    অল দ্য ভেরি বেস্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি কবি মুরুব্বী দা সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জি কবি মহী দা
      অসাধারণ লাগার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।