প্রশান্তি

imagesপ্রশান্তি-02

এই অন্ত গভীর নদী
এখন বুঝলো না বর্ষার মানে কি?
রাজনৈতিকের মন্ত্র পাঠ
করেই যাচ্ছো অথচ বসন্ত ফাল্গুন
বুঝও না; রক্তাক্ত ঢেউ
খেলতে ভীষণ প্রণয়ে দিচ্ছে হাসি!
নদী তুমি কি বালুচর বুঝও?
চার পাশটাতে দেখো বালুচরে ঘিরা;
এতটুকু শান্তির জল বুঝ নদী-
ক্রোধ ছেড়ে শান্তির জল ঢাল গায়ে!
দেখবে প্রশান্তির মেঘ আনন্দে, ডেকে
যাবে- আছে যত শত এই বিশ্বলয় মুখশ্রী।

১৭ ফাল্গুন ১৪২৮ ০২ মার্চ ২২

পাঠের লিং- https://youtu.be/y7ex6iUjyrY

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “প্রশান্তি

  1. চার পাশটাতে দেখো বালুচরে ঘিরা;
    এতটুকু শান্তির জল বুঝ নদী-
    ক্রোধ ছেড়ে শান্তির জল ঢাল গায়ে! ___ সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ উপলব্ধিময় প্রকাশ।

    সুন্দর শব্দ চয়ণ ও উপমার ব্যবহার!

    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত কবি দা!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।